পরিবারের অবদান
- বিধান চন্দ্র দেবনাথ ২২-০৫-২০২৪

বাবার আদর শাসন আমি
পাই নি কোনো দিন,
বাবা আমায় ছেড়ে গেছেন
বয়স যখন তিন।

তারপর থেকে মা-ই বাবা
মা-ই হলেন মা,
বাবার অভাব কোনো দিনও
বুঝতে দিতেন না।

বাবা মায়ের পরেই আমি
যার কাছে যাই,
তিনি আর কেউ না
তিনি আমার ভাই।

বোনের অবদানের কথা
থাকবে আমার মনে,
তাঁদের পাশে থাকতে চাই
প্রতি ক্ষণ ক্ষণে।

তাঁদের কাছে ছোট্ট ছিলাম
ছোট্টই যেনো থাকি,
তাঁদের আদর শাসনের কথা
সব সময় মনে রাখি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩০-০৪-২০২৪ ২২:৫৫ মিঃ

অসাধারণ উপস্থাপন।