সম্পূর্ণ কবিতা-৪
- শামীম এএ কবীর - পৃথিবীর বিশ্রী সব কবিতা ২০-০৫-২০২৪

সুগন্ধ নেই যে ফুলের, তা যত
সুন্দর শুধু পাথরের-
সকালে বিকালে শুধু
সাপ লুডু খেলা। (সময় ক্ষেপন)

সকালটা তত সুন্দর,
সূর্যটা যত মনোহর,
সরোবরে কোলাহল ফুটন্ত সৌরভে,
সরবে নেচে ওঠে মধু মক্ষিকা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।