তুমি আসবে বলে
- ফারহান নূর শান্ত ১১-১১-২০২৪
তুমি বলেছিলে আঁচলে কাঁধের তিল ঢেকে,
সামনে এসে দাঁড়াবে।
দাঁড়াবে,
খোঁপায় এক আকাশ ভরা মেঘ নিয়ে।
তুমি জানো?
তুমি খোঁপা খুলে দিলে মেঘেরা সব,
বাতাসে সাথে ভেসে বেড়াতে থাকে।
নদীর পাড় ঘেঁষে যে ছোট্ট চা'য়ের দোকান
সেখানে আমি রোজ বসে থাকি তুমি আসবে বলে।
চা'য়ের কাপে চিনির মিশ্রণের আওয়াজ,
ভাঙছে নীরবতা।
তুমি আসবে বলে,
নদীর পানি এখনও পাড় ছু্ঁইছুঁই হয়নি।
তুমি আসবে বলে বৃষ্টিতে রাস্তাটা ভিজে আছে এখনও,
জারুলের ফুলে ছেয়ে আছে সেই পথ।
রিক্সার বেল থেকে,
আইসক্রিম বিক্রেতার ঘন্টার টুংটাং শব্দে মুখোরিত পথ।
তুমি আসবে বলে,
পার্কের ভাজা বাদামগুলো এখনও মুচমুচে রয়ে গেছে।
দূর থেকে ভেসে আসছে,
ঝালমুড়ির কৌটোর ঝাঁকানোর আওয়াজ।
কিশোর কিশোরীদের আড্ডা মেতে উঠছে গান,
বাঁশির সাথে একতারায় উঠেছে সুর।
তুমি আসবে বলেই,আমি এখনও অপেক্ষা আছি,
হাতে একগুচ্ছ জারুল ফুল নিয়ে।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।