ছলনা
- এস.এম ছাইফ উদ্দিন ১১-১১-২০২৪
ছলনার মাঝে লুকায়িত
মন যে পায় নিঃশ্বাস,
মিষ্টি কথার ছন্দে
বাঁধা পড়ে অসীম আশ্বাস।
চোখে চোখ রেখে বললে
প্রেমের ইশারা আসে,
কিন্তু যে অন্তরে গোপন
শুধু মায়ার ছোঁয়া চোখে ভাসে।
পথের মোড়ে দেখা যখন
হৃদয় কেঁদে ওঠে বারবার,
মিথ্যে আশায়, মিথ্যে হাসি
ছলনায় জড়িয়ে যায় আমার।
সময় বয়ে চলে যায়,
কিন্তু মনে রয়ে যায় ক্ষত,
ছলনার ওই খেলা শেষে
কেবলই স্মৃতি, কেবলই অস্বস্তি যত।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।