তুমিতেই আরম্ভ, তুমিতেই সমাপ্তি
- রবিউল ইসলাম রাতুল
কেমনে লিখে কবিতা?
বসে বসে, ভাবুক হয়ে_ টিকটিক ঘড়ির কাঁটার আওয়াজে
যেন ভেসে ওঠে অবয়ব কিছু,
সেটা কি? আদৌও কি তা কোনো সৃষ্টি নাকি তুমি রূপী
ছন্দ নামক শব্দ ধারা করছো পিছু?
তবে জাগ্রত হওয়ার বেলা আমি যেন কারো মৃদু মধুময়
কাব্যিক হাসি শুনতে পাই,
আন্দাজ নয় বটে, তবে কেন জানি মনে হয়
নও তুমি কোনো মানব, যেটা আমি নিতান্তই খুঁজে যাই।
হ্যাঁ, তুমিয়ে সে সৃষ্টির মূল মন্ত্র,
তুমিতেই আরম্ভ পদ্য আর হয় সমাপ্তিও তুমিতেই যত্রতত্র।
ভাবুক চোখে চেয়ে থাকি তোমার তরে,
তুমি এসেই আমার উৎসুক গতির দিক বেদিক নাও ফিরে।
অবশেষে তোমার নাম তাহলে 'কবিতার অনুভূতি',
যেন ছন্দ রাজি তুমি হীনা, পায় না নুন্যতম প্রাপ্তি।
১৭-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।