অপ্রকাশের ভাষা
- রবিউল ইসলাম রাতুল

হঠাৎ অশ্রুসিক্ত নয়ন যুগল ছলছল হয়ে
দেখবে নিজের মস্ত দেহে,
আকাশের বিজলীরূপী কল্পনা আর আশা
জায়গায় ভস্ম করে দিবে।

মনের জায়গায় মনে বলে কথা
দেমাগ নারাজ মন চিন্তে,
আবার ঝলকানি রশ্মি বিরাজে
আশার রশি নিবে আমায় আবার অন্তে।

চিন্তাধারার সহসা সুখের নীতিতেই ফেসে
মন পঙ্গু হয়ে ঝরে নেত্রবারি,
তবে উন্মাদ না হয়ে গল্প নিজের মনে
রেখে নিজেই শ্লেষের তরবারি।

এখন চিত্তের গভীরে কোনো বোধ পড়ে রবে একা,
তবে আশায় ভাসে নিরাশা,তবুও কথা রবে ধামাচাপা।


০২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০৬-২০২৫ ১৯:৩৯ মিঃ

কেমন লাগছে?