বরফের বৃষ্টি
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে ১৭-০৫-২০২৪

ঝুপঝাপ ঝুপঝাপ বরফের বৃষ্টি
জানালায় দাঁড়িয়ে দেখি অপূর্ব সৃষ্টি।
সফেদ মখমলে ঢাকা যেন এ বিশ্ব
মেলে ডানা শ্বেতপরী অপূর্ব এ দৃশ্য।
পৃথিবী ঢেকেছে মুখ সফেদ ফেনায়
টুপটাপ ধ্বনি বাজিয়ে তার বীণায়।
সফেদ ওড়নায় মুখ ঢাকা শ্বেতপরী
পরে ঝকঝকে তকতকে সাদা শাড়ি।।

জুঁইফুলী বৃষ্টি অঙ্গে মেখে নাচে ধরা
আকাশ পাঠালো যে সৌন্দর্যের পসরা।
ছেয়ে গেছে এ পৃথিবীটা শ্বেত সোনায়
সৌন্দর্য সুধা ঝরেছে কানায় কানায়।
সুন্দরের ঘণ্টাধ্বনি বাজে দিকে দিকে
বিস্মিত স্তব্ধ আমি সৌন্দর্য সুধা দেখে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।