তারারা আকাশে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে ১৭-০৫-২০২৪

তারারা আকাশে
শব্দেরা বাতাসে
মাছেরা পানিতে
গাছেরা মাটিতে
গরুরা মাঠেতে
চাষীরা ক্ষেতেতে
এই যে নিয়ম।
কলমে কবিরা
ছবিতে শিল্পীরা
পাখীরা নীড়ে
মানুষেরা ভীড়ে
ফুলেরা গাছেতে
শিশুরা হাসিতে
করে ঝলমল।
সুরেতে গানেরা
ক্ষেতেতে ধানেরা
আকাশে সবিতা
ছন্দেতে কবিতা
স্বপ্নেতে রাক্ষসরা
করে ঘোরাফেরা
ভয়ে গা ছমছম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।