আমার বাংলাদেশ
- আবু জাফর বিঃ ২০-০৫-২০২৪

হাজার দেশের চাইতে ভাল মোদের বাংলাদেশ,
ফুলে ফলে ভরা এদেশ, রুপের নেইতো শেষ।
রাখাল বাজায় বাশের বাঁশি কৃষানের মাঠে ধান,
নদী বহে কলতান, আর হাজারও পাখির গান।
চোখে কাজল কানে দুল ছেড়েদিয়ে মাথার চুল,
গাঁয়ের বধু হেটে চলে খোপায় দিয়ে গাঁদা ফুল।
এই দেশেরই সাগর নদী অপরুপ মোদের গাঁ,
সবুজ শ্যামল নির্মল প্রকৃতি বাঙালি আমার মা।
সুজলা সুফলা শস্য শ্যামলা সৌন্দর্যে ভরা দেশ,
নদী সাগর, হাওড়-বাওড়, দেখতে লাগে বেশ।
সকল ভাষার চাইতে খাষা মোদের মাতৃভাষা,
যেই ভাষাতে কথা বললে জুড়াই মনের আশা।
এই মাতৃভাষাকে ভালবেসে দিয়েছিল যারা প্রান,
আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে বেড়েছে তাদের মান।
তোমার মাঝে সপ্নের শুরু তোমার মাঝেই শেষ,
ভাললাগায় ভালবাসার তুমি আমার বাংলাদেশ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

abujafor
০৫-০৭-২০১৩ ১০:৪০ মিঃ

বিশ্বের কাছে বাংলাদেশের রুপকে তুলে ধরার জন্য আবু জাফর ভাইকে ধন্যবাদ।