জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশ (জন্ম: ১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯, বরিশাল - মৃত্যু: ২২ অক্টোবর, ১৯৫৪, বঙ্গাব্দ: ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি।

তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ধাপে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিস্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কবিতে পরিণত হয়েছেন।

জীবনানন্দের সাহিত্যিক জীবন বিকশিত হতে শুরু করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ১৯২৫ এর জুনে মৃত্যুবরণ করলে জীবনানন্দ তার স্মরণে 'দেশবন্ধুর প্রয়াণে' নামক একটি কবিতা রচনা করেন, যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি পরবর্তীতে তার প্রথম কাব্য সংকলন ঝরা পালকে স্থান করে নেয়। কবিতাটি পড়ে কবি কালিদাস রায় মন্তব্য করেছিলেন, "এ কবিতাটি নিশ্চয়ই কোন প্রতিষ্ঠিত কবির ছদ্মনামে রচনা"। ১৯২৫ খ্রিস্টাব্দেই তার প্রথম প্রবন্ধ স্বর্গীয় কালীমোহন দাশের শ্রাদ্ধবাসরে প্রবন্ধটি ব্রাহ্মবাদী পত্রিকার পরপর তিনটি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ঐ বছরেই কল্লোল পত্রিকায় 'নীলিমা' কবিতাটি প্রকাশিত হলে তা অনেক তরুণ কাব্যসরিকের দৃষ্টি আকর্ষণ করে। ধীরে ধীরে কলকাতা, ঢাকা এবং অন্যান্য জায়গার বিভিন্ন সাহিত্যপত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে; যার মধ্যে রয়েছে সে সময়কার সুবিখ্যাত পত্রিকা কল্লোল, কালি ও কলম, প্রগতি প্রভৃতি। ১৯২৭ খ্রিস্টাব্দে কবির প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়। সে সময় থেকেই তিনি তার উপাধি 'দাশগুপ্তের' বদলে কেবল 'দাশ' লিখতে শুরু করেন।

সম্ভবতঃ মা কুসুমকুমারী দেবীর প্রভাবেই ছেলেবেলায় পদ্য লিখতে শুরু করেন তিনি। ১৯১৯ সালে তাঁর লেখা একটি কবিতা প্রকাশিত হয়। এটিই তাঁর প্রথম প্রকাশিত কবিতা। কবিতাটির নাম বর্ষা আবাহন। এটি ব্রহ্মবাদী পত্রিকার ১৩২৬ সনের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তখন তিনি শ্রী জীবনানন্দ দাশগুপ্ত নামে লিখতেন। ১৯২৭ সাল থেকে তিনি জীবনানন্দ দাশ নামে লিখতে শুরু করেন। ১৬ জুন ১৯২৫ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এর লোকান্তর হলে তিনি 'দেশবন্ধুর প্রয়াণে' শিরোনামে একটি কবিতা লিখেছিলেন যা বংগবাণী পত্রিকার ১৩৩২ সনের শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয়। তবে দীনেশরঞ্জন দাস সম্পাদিত কল্লোল পত্রিকায় ১৩৩২ (১৯২৬ খ্রি.) ফাল্গুন সংখ্যায় তাঁর নীলিমা শীর্ষক কবিতাটি প্রকাশিত হলে আধুনিক বাংলা কবিতার ভুবনে তার অন্নপ্রাশন হয়। জীবদ্দশায় তাঁর ৭টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত ঝরাপালক শীর্ষক কাব্যগ্রন্থে তাঁর প্রকৃত কবিত্বশক্তি ফুটে ওঠেনি, বরং এতে কবি কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার ও সত্যেন্দ্রনাথ দত্তের প্রকট প্রভাব প্রত্যক্ষ হয়। তবে দ্রুত তিনি স্বকীয়তা অর্জন করেছিলেন। দীর্ঘ ব্যবধানে প্রকাশিত দ্বিতীয় কাব্য সংকলন ধূসর পান্ডুলিপি-তে তাঁর স্বকীয় কাব্য কৌশল পরিস্ফুট হয়ে ওঠে। বাংলা সাহিত্যের ভূবনে তাঁর বৈশিষ্ট্যগুলো আলোচনার বিষয় হয়ে ওঠে। শেষের দিককার কবিতায় অর্থনির্মলতার অভাব ছিল। সাতটি তারার তিমির প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে দুবোর্ধ্যতার অভিযোগ ওঠে। নিজ কবিতার অপমূল্যায়ন নিয়ে জীবনানন্দ খুব ভাবিত ছিলেন। তিনি নিজেই স্বীয় রচনার অর্থায়ন করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন যদিও শেষাবধি তা সম্ভব হয়ে ওঠেনি। তবে কবি নিজেই নিজ রচনার কড়া সমালোচক ছিলেন। তাই সাড়ে আট শত কবিতার বেশী কবিতা লিখলেও তিনি জীবদ্দশায় মাত্র ২৬২টি কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় ও কাব্যসংকলনে প্রকাশ করতে দিয়েছিলেন। এমনকি রূপসী বাংলার সম্পূর্ণ প্রস্তুত পাণ্ডুলিপি তোড়ঙ্গে মজুদ থাকলেও তা প্রকাশের সিদ্ধান্ত নিতে পারেননি জীবনানন্দ দাশ। তবে তিনি এ কাব্যগ্রন্থটির নাম দিয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা যা তার মৃত্যুর পর আবিষ্কৃত এবং রূপসী বাংলা প্রচ্ছদনামে প্রকাশিত হয়। আরেকটি পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় মৃত্যু পরবর্তীকালে যা বেলা অবেলা কালবেলা নামে প্রকাশিত হয়। জীবদ্দশায় তার একমাত্র পরিচয় ছিল কবি। অর্থের প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন ও প্রকাশ করেছিলেন। তবে নিভৃতে গল্প এবং উপন্যাস লিখেছিলেন প্রচুর যার একটিও প্রকাশের ব্যবস্থা নেননি। এছাড়া ষাট-পয়ষট্টিরও বেশী খাতায় "লিটেরেরী নোটস" লিখেছিলেন যার অধিকাংশ এখনও (২০০৯) প্রকাশিত হয়নি।

নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলন ১৯৫২ খৃস্টাব্দে পরিবর্ধিত সিগনেট সংস্করণ বনলতা সেন কাব্যগ্রন্থটি বাংলা ১৩৫৯-এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত করা হয়। কবির মৃত্যুর পর ১৯৫৫ খৃস্টাব্দের ফেব্রুয়ারী মাসে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪) সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করে।

কাব্যগ্রন্থ
জীবনানন্দের কাব্যগ্রন্থসমূহের প্রকাশকাল সম্পর্কে বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, কয়েকটি কাব্যগ্রন্থের একাধিক পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়েছিল। নিচে কেবল প্রথম প্রকাশনার বৎসর উল্লিখিত। মৃত্যু পরবর্তী প্রকাশিত গ্রন্থসমূহ তারকা চিহ্নিত।
ঝরা পালক (১৯২৭)
ধূসর পান্ডুলিপি (১৯৩৬)
বনলতা সেন (১৯৪২, কবিতাভবন সংস্করণ)
মহাপৃথিবী (১৯৪৪)
সাতটি তারার তিমির (১৯৪৮)
বনলতা সেন (১৯৫২, সিগনেট প্রেস সংস্করণ)
জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪)
রূপসী বাংলা (১৯৫৭)*
বেলা অবেলা কালবেলা (১৯৬১)*
সুদর্শনা (১৯৭৪)*
আলো পৃথিবী (১৯৮১) *
মনোবিহঙ্গম*
অপ্রকাশিত একান্ন (১৯৯৯) *


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে জীবনানন্দ দাশ এর ১১৬টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
পথহাঁটা বনলতা সেন ২৬০২৪ বার ১ টি
অঘ্রান প্রান্তরে বনলতা সেন ১৫২২৫ বার ০ টি
সুচেতনা বনলতা সেন ২১২৭৬ বার ০ টি
সবিতা বনলতা সেন ৮২১৭ বার ০ টি
মিতাভাষণ বনলতা সেন ১০৫৯৭ বার ০ টি
সুরঞ্জনা বনলতা সেন ১৯৪৬৭ বার ২ টি
হাজার বছর শুধু খেলা করে বনলতা সেন ১৬৫৪৬ বার ১ টি
শিরীষের ডালপালা বনলতা সেন ৯৩২১ বার ১ টি
ধান কাটা হয়ে গেছে বনলতা সেন ১১৮০৪ বার ০ টি
তুমি বনলতা সেন ২৪৪১৭ বার ১ টি
আমাকে তুমি বনলতা সেন ২১৯১০ বার ১ টি
স্বপ্নের ধ্বনিরা বনলতা সেন ১৩৪৫০ বার ০ টি
অবশেষে বনলতা সেন ১১০২১ বার ০ টি
দুজন বনলতা সেন ১৯৯১৮৪ বার ৪ টি
শ্যামলী বনলতা সেন ৯৯৯৪ বার ০ টি
কমলালেবু বনলতা সেন ১৪৪৬১ বার ০ টি
অন্ধকার বনলতা সেন ১৭০৯৫ বার ০ টি
সুদর্শনা বনলতা সেন ১৬৫৬৫ বার ১ টি
বেড়াল বনলতা সেন ৭১৬৭ বার ১ টি
হরিণেরা বনলতা সেন ৬৭৫৬ বার ০ টি
শিকার বনলতা সেন ১০৩১৩ বার ০ টি
নগ্ন নির্জন হাত বনলতা সেন ২৯৩২৮ বার ১ টি
শঙ্খমালা বনলতা সেন ৪০৭৩৩ বার ০ টি
বুনো হাঁস বনলতা সেন ১৬১৭১ বার ০ টি
হায় চিল বনলতা সেন ১৮৬১৫ বার ০ টি
ঘাস বনলতা সেন ২০৪১০ বার ২ টি
আমি যদি হতাম বনলতা সেন ২৫৮৪২ বার ১ টি
হাওয়ার রাত বনলতা সেন ৯৯২১ বার ০ টি
কুড়ি বছর পরে বনলতা সেন ৩৯৫৬৬ বার ১ টি
বনলতা সেন বনলতা সেন ১০২৪৭৮ বার ৩ টি
সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় ঝরা পালক ৩৬৩২২ বার ১ টি
ওগো দরদিয়া ঝরা পালক ৩৮৩৫ বার ০ টি
সেদিন এ ধরণীর ঝরা পালক ৬৬৬০ বার ০ টি
স্মৃতি ঝরা পালক ১২২৬৫ বার ০ টি
যে কামনা নিয়ে ঝরা পালক ১০৩৬৬ বার ০ টি
দক্ষিণা ঝরা পালক ৪৪২২ বার ০ টি
চাঁদিনীতে ঝরা পালক ৩১২১৭ বার ০ টি
মরুবালু ঝরা পালক ৩২৩১ বার ০ টি
পিরামিড ঝরা পালক ৬৬৯২ বার ০ টি
মিশর ঝরা পালক ৪৫৮৩ বার ০ টি
শ্মশান ঝরা পালক ৫৯৩৮ বার ০ টি
ডাহুকী ঝরা পালক ৪৩৫২ বার ০ টি
পতিতা ঝরা পালক ৭৮৯৫ বার ০ টি
নিখিল আমার ভাই ঝরা পালক ৩৭৫৩ বার ০ টি
হিন্দু-মুসলমান ঝরা পালক ১৬৪৯৪ বার ৩ টি
বিবেকানন্দ ঝরা পালক ৬৬০১ বার ০ টি
দেশবন্ধু ঝরা পালক ৬৫২৪ বার ০ টি
সিন্ধু ঝরা পালক ৫৮৪৮ বার ০ টি
কবি ঝরা পালক ৬৭৭৩ বার ০ টি
ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল ঝরা পালক ৬৩৪৭ বার ১ টি
ছায়া-প্রিয়া ঝরা পালক ৮১৪৭ বার ০ টি
অস্তচাঁদে ঝরা পালক ৬৭৪৩ বার ০ টি
আলেয়া ঝরা পালক ৪৬৫৩ বার ০ টি
একদিন খুঁজেছিনু যারে- ঝরা পালক ২৭৯৯৪ বার ০ টি
চলছি উধাও ঝরা পালক ৬১৩১ বার ০ টি
সাগর বলাকা ঝরা পালক ১৫৪৫৪ বার ০ টি
বনের চাতক–মনের চাতক ঝরা পালক ৬৭৬৪ বার ০ টি
নাবিক ঝরা পালক ৬১৩১ বার ০ টি
বেদিয়া ঝরা পালক ৪২৩৭ বার ০ টি
জীবন-মরণ দুয়ারে আমার ঝরা পালক ৬৯১৭ বার ০ টি
মরীচিকার পিছে ঝরা পালক ৮৩৪৭ বার ০ টি
কিশোরের প্রতি ঝরা পালক ৩৬১৮ বার ০ টি
নব নবীনের লাগি ঝরা পালক ৬০৫৩ বার ০ টি
নীলিমা ঝরা পালক ৭৬৩০ বার ০ টি
আমি কবি,–সেই কবি ঝরা পালক ৪০০২ বার ০ টি
স্বপ্নের হাত ধূসর পান্ডুলিপি ৭৯১১ বার ০ টি
মৃত্যুর আগে ধূসর পান্ডুলিপি ২০৪৫৪ বার ০ টি
শকুন ধূসর পান্ডুলিপি ৩৮৫৬ বার ০ টি
পাখিরা ধূসর পান্ডুলিপি ১০৭৩০ বার ০ টি
পিপাসার গান ধূসর পান্ডুলিপি ৭৫৪৭ বার ০ টি
প্রেম ধূসর পান্ডুলিপি ৫০৫২৯ বার ২ টি
১৩৩৩ ধূসর পান্ডুলিপি ৩২৯২০ বার ০ টি
জীবন ধূসর পান্ডুলিপি ৩৯৯৪৯ বার ০ টি
ক্যাম্পে ধূসর পান্ডুলিপি ৭৫০৬ বার ০ টি
অবসরের গান ধূসর পান্ডুলিপি ১১৮০৬ বার ০ টি
বোধ ধূসর পান্ডুলিপি ৫২৭৭৪ বার ১ টি
পরস্পর ধূসর পান্ডুলিপি ১৫৮৯০ বার ০ টি
অনেক আকাশ ধূসর পান্ডুলিপি ৩৯৫৬৭ বার ০ টি
কয়েকটি লাইন ধূসর পান্ডুলিপি ২০৭০৫ বার ০ টি
সহজ ধূসর পান্ডুলিপি ১৩৩৩৪ বার ০ টি
কার্তিক মাঠের চাঁদ (মাঠের গল্প) ধূসর পান্ডুলিপি ৬৬৫৮ বার ০ টি
পঁচিশ বছর পরে (মাঠের গল্প) ধূসর পান্ডুলিপি ২২৮৩৫ বার ১ টি
পেঁচা (মাঠের গল্প) ধূসর পান্ডুলিপি ১০৪৭৬ বার ০ টি
মেঠো চাঁদ (মাঠের গল্প) ধূসর পান্ডুলিপি ৫৯৪৯ বার ১ টি
নির্জন স্বাক্ষর ধূসর পান্ডুলিপি ৩২২৩৪ বার ০ টি
সূর্য নক্ষত্র নারী - ৩ বেলা অবেলা কালবেলা ১২৬৭০ বার ০ টি
সূর্য নক্ষত্র নারী - ২ বেলা অবেলা কালবেলা ৬৭১৭ বার ০ টি
সূর্য নক্ষত্র নারী - ১ বেলা অবেলা কালবেলা ৮৮৭৫ বার ০ টি
সময়-সেতু-পথে বেলা অবেলা কালবেলা ৭২৬৬ বার ০ টি
যতিহীন বেলা অবেলা কালবেলা ৩২৬৭ বার ০ টি
তোমাকে বেলা অবেলা কালবেলা ১১২০১ বার ০ টি
আমাকে একটি কথা দাও বেলা অবেলা কালবেলা ৮৮৩৩ বার ১ টি
লোকেন বোসের জর্নাল শ্রেষ্ঠ কবিতা ৬২৩০ বার ০ টি
সে সংকলিত (জীবনানন্দ দাশ) ১৫১৩৯ বার ০ টি
তোমায় আমি সংকলিত (জীবনানন্দ দাশ) ২৫২৮১ বার ০ টি
একটি নক্ষত্র আসে সংকলিত (জীবনানন্দ দাশ) ৯২৯৩ বার ০ টি
অন্য প্রেমিককে সংকলিত (জীবনানন্দ দাশ) ৬৯২৮ বার ০ টি
অন্য এক প্রেমিককে সংকলিত (জীবনানন্দ দাশ) ৯৪০৬ বার ০ টি
অদ্ভুত আঁধার এক সংকলিত (জীবনানন্দ দাশ) ৪৩৪৭৪ বার ১ টি
স্বপ্ন মহাপৃথিবী ৯০৭৮ বার ১ টি
স্থবির যৌবন মহাপৃথিবী ৮৪১০ বার ০ টি
সূর্যসাগরতীরে মহাপৃথিবী ২২৭১ বার ০ টি
সিন্ধুসারস মহাপৃথিবী ৫৮৩৩ বার ০ টি
শ্রবণরাত মহাপৃথিবী ৫৯৬৭ বার ০ টি
শহর মহাপৃথিবী ৬৭০৩ বার ২ টি
শব মহাপৃথিবী ২৯৭৭ বার ০ টি
মুহূর্ত মহাপৃথিবী ৭১০৬ বার ১ টি
বলিল অশ্বত্থ সেই মহাপৃথিবী ২৪৭০ বার ০ টি
ফুটপাথে মহাপৃথিবী ৬৪২৩ বার ০ টি
ফিরে এসো মহাপৃথিবী ৯৫৫১ বার ২ টি
ইহাদেরই কানে মহাপৃথিবী ৫৩০৫ বার ০ টি
আদিম দেবতারা মহাপৃথিবী ৮১৩২ বার ০ টি
আট বছর আগে একদিন মহাপৃথিবী ৯১৭৪৪ বার ৪ টি
আজকের এক মুহূর্ত মহাপৃথিবী ৭১৯১ বার ০ টি
সপ্তক সাতটি তারার তিমির ৬০৮৪ বার ০ টি
আকাশলীনা সাতটি তারার তিমির ৩৫২৭৭ বার ১ টি