জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশ (জন্ম: ১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯, বরিশাল - মৃত্যু: ২২ অক্টোবর, ১৯৫৪, বঙ্গাব্দ: ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি।

তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ধাপে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিস্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কবিতে পরিণত হয়েছেন।

জীবনানন্দের সাহিত্যিক জীবন বিকশিত হতে শুরু করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ১৯২৫ এর জুনে মৃত্যুবরণ করলে জীবনানন্দ তার স্মরণে 'দেশবন্ধুর প্রয়াণে' নামক একটি কবিতা রচনা করেন, যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি পরবর্তীতে তার প্রথম কাব্য সংকলন ঝরা পালকে স্থান করে নেয়। কবিতাটি পড়ে কবি কালিদাস রায় মন্তব্য করেছিলেন, "এ কবিতাটি নিশ্চয়ই কোন প্রতিষ্ঠিত কবির ছদ্মনামে রচনা"। ১৯২৫ খ্রিস্টাব্দেই তার প্রথম প্রবন্ধ স্বর্গীয় কালীমোহন দাশের শ্রাদ্ধবাসরে প্রবন্ধটি ব্রাহ্মবাদী পত্রিকার পরপর তিনটি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ঐ বছরেই কল্লোল পত্রিকায় 'নীলিমা' কবিতাটি প্রকাশিত হলে তা অনেক তরুণ কাব্যসরিকের দৃষ্টি আকর্ষণ করে। ধীরে ধীরে কলকাতা, ঢাকা এবং অন্যান্য জায়গার বিভিন্ন সাহিত্যপত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে; যার মধ্যে রয়েছে সে সময়কার সুবিখ্যাত পত্রিকা কল্লোল, কালি ও কলম, প্রগতি প্রভৃতি। ১৯২৭ খ্রিস্টাব্দে কবির প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়। সে সময় থেকেই তিনি তার উপাধি 'দাশগুপ্তের' বদলে কেবল 'দাশ' লিখতে শুরু করেন।

সম্ভবতঃ মা কুসুমকুমারী দেবীর প্রভাবেই ছেলেবেলায় পদ্য লিখতে শুরু করেন তিনি। ১৯১৯ সালে তাঁর লেখা একটি কবিতা প্রকাশিত হয়। এটিই তাঁর প্রথম প্রকাশিত কবিতা। কবিতাটির নাম বর্ষা আবাহন। এটি ব্রহ্মবাদী পত্রিকার ১৩২৬ সনের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তখন তিনি শ্রী জীবনানন্দ দাশগুপ্ত নামে লিখতেন। ১৯২৭ সাল থেকে তিনি জীবনানন্দ দাশ নামে লিখতে শুরু করেন। ১৬ জুন ১৯২৫ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এর লোকান্তর হলে তিনি 'দেশবন্ধুর প্রয়াণে' শিরোনামে একটি কবিতা লিখেছিলেন যা বংগবাণী পত্রিকার ১৩৩২ সনের শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয়। তবে দীনেশরঞ্জন দাস সম্পাদিত কল্লোল পত্রিকায় ১৩৩২ (১৯২৬ খ্রি.) ফাল্গুন সংখ্যায় তাঁর নীলিমা শীর্ষক কবিতাটি প্রকাশিত হলে আধুনিক বাংলা কবিতার ভুবনে তার অন্নপ্রাশন হয়। জীবদ্দশায় তাঁর ৭টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত ঝরাপালক শীর্ষক কাব্যগ্রন্থে তাঁর প্রকৃত কবিত্বশক্তি ফুটে ওঠেনি, বরং এতে কবি কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার ও সত্যেন্দ্রনাথ দত্তের প্রকট প্রভাব প্রত্যক্ষ হয়। তবে দ্রুত তিনি স্বকীয়তা অর্জন করেছিলেন। দীর্ঘ ব্যবধানে প্রকাশিত দ্বিতীয় কাব্য সংকলন ধূসর পান্ডুলিপি-তে তাঁর স্বকীয় কাব্য কৌশল পরিস্ফুট হয়ে ওঠে। বাংলা সাহিত্যের ভূবনে তাঁর বৈশিষ্ট্যগুলো আলোচনার বিষয় হয়ে ওঠে। শেষের দিককার কবিতায় অর্থনির্মলতার অভাব ছিল। সাতটি তারার তিমির প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে দুবোর্ধ্যতার অভিযোগ ওঠে। নিজ কবিতার অপমূল্যায়ন নিয়ে জীবনানন্দ খুব ভাবিত ছিলেন। তিনি নিজেই স্বীয় রচনার অর্থায়ন করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন যদিও শেষাবধি তা সম্ভব হয়ে ওঠেনি। তবে কবি নিজেই নিজ রচনার কড়া সমালোচক ছিলেন। তাই সাড়ে আট শত কবিতার বেশী কবিতা লিখলেও তিনি জীবদ্দশায় মাত্র ২৬২টি কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় ও কাব্যসংকলনে প্রকাশ করতে দিয়েছিলেন। এমনকি রূপসী বাংলার সম্পূর্ণ প্রস্তুত পাণ্ডুলিপি তোড়ঙ্গে মজুদ থাকলেও তা প্রকাশের সিদ্ধান্ত নিতে পারেননি জীবনানন্দ দাশ। তবে তিনি এ কাব্যগ্রন্থটির নাম দিয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা যা তার মৃত্যুর পর আবিষ্কৃত এবং রূপসী বাংলা প্রচ্ছদনামে প্রকাশিত হয়। আরেকটি পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় মৃত্যু পরবর্তীকালে যা বেলা অবেলা কালবেলা নামে প্রকাশিত হয়। জীবদ্দশায় তার একমাত্র পরিচয় ছিল কবি। অর্থের প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন ও প্রকাশ করেছিলেন। তবে নিভৃতে গল্প এবং উপন্যাস লিখেছিলেন প্রচুর যার একটিও প্রকাশের ব্যবস্থা নেননি। এছাড়া ষাট-পয়ষট্টিরও বেশী খাতায় "লিটেরেরী নোটস" লিখেছিলেন যার অধিকাংশ এখনও (২০০৯) প্রকাশিত হয়নি।

নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলন ১৯৫২ খৃস্টাব্দে পরিবর্ধিত সিগনেট সংস্করণ বনলতা সেন কাব্যগ্রন্থটি বাংলা ১৩৫৯-এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত করা হয়। কবির মৃত্যুর পর ১৯৫৫ খৃস্টাব্দের ফেব্রুয়ারী মাসে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪) সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করে।

কাব্যগ্রন্থ
জীবনানন্দের কাব্যগ্রন্থসমূহের প্রকাশকাল সম্পর্কে বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, কয়েকটি কাব্যগ্রন্থের একাধিক পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়েছিল। নিচে কেবল প্রথম প্রকাশনার বৎসর উল্লিখিত। মৃত্যু পরবর্তী প্রকাশিত গ্রন্থসমূহ তারকা চিহ্নিত।
ঝরা পালক (১৯২৭)
ধূসর পান্ডুলিপি (১৯৩৬)
বনলতা সেন (১৯৪২, কবিতাভবন সংস্করণ)
মহাপৃথিবী (১৯৪৪)
সাতটি তারার তিমির (১৯৪৮)
বনলতা সেন (১৯৫২, সিগনেট প্রেস সংস্করণ)
জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪)
রূপসী বাংলা (১৯৫৭)*
বেলা অবেলা কালবেলা (১৯৬১)*
সুদর্শনা (১৯৭৪)*
আলো পৃথিবী (১৯৮১) *
মনোবিহঙ্গম*
অপ্রকাশিত একান্ন (১৯৯৯) *


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে জীবনানন্দ দাশ এর ১১৬টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
পথহাঁটা বনলতা সেন ২৮৪৫৩ বার ১ টি
অঘ্রান প্রান্তরে বনলতা সেন ১৭২৭২ বার ০ টি
সুচেতনা বনলতা সেন ২৩৮২০ বার ০ টি
সবিতা বনলতা সেন ৯৩৪০ বার ০ টি
মিতাভাষণ বনলতা সেন ১৩৩০১ বার ০ টি
সুরঞ্জনা বনলতা সেন ২২৪০৭ বার ২ টি
হাজার বছর শুধু খেলা করে বনলতা সেন ১৮৩৮৭ বার ১ টি
শিরীষের ডালপালা বনলতা সেন ১০৭১৩ বার ১ টি
ধান কাটা হয়ে গেছে বনলতা সেন ১৩৯৭৮ বার ০ টি
তুমি বনলতা সেন ২৬৭৮৫ বার ১ টি
আমাকে তুমি বনলতা সেন ২৫৩৮২ বার ১ টি
স্বপ্নের ধ্বনিরা বনলতা সেন ১৫২০৯ বার ০ টি
অবশেষে বনলতা সেন ১২৫৭৬ বার ০ টি
দুজন বনলতা সেন ২১৪৮৫৮ বার ৪ টি
শ্যামলী বনলতা সেন ১১৮২০ বার ০ টি
কমলালেবু বনলতা সেন ১৭৭৯২ বার ০ টি
অন্ধকার বনলতা সেন ১৯৪৩০ বার ০ টি
সুদর্শনা বনলতা সেন ১৮৯২২ বার ১ টি
বেড়াল বনলতা সেন ৮৩১৮ বার ১ টি
হরিণেরা বনলতা সেন ৮৮২৮ বার ০ টি
শিকার বনলতা সেন ১১৫০৭ বার ০ টি
নগ্ন নির্জন হাত বনলতা সেন ৩২৫৫৬ বার ১ টি
শঙ্খমালা বনলতা সেন ৫১০৮১ বার ০ টি
বুনো হাঁস বনলতা সেন ১৮৬৭২ বার ০ টি
হায় চিল বনলতা সেন ২২৫৩৩ বার ০ টি
ঘাস বনলতা সেন ২২৯৫২ বার ২ টি
আমি যদি হতাম বনলতা সেন ২৯৪১৯ বার ১ টি
হাওয়ার রাত বনলতা সেন ১১৪৪৮ বার ০ টি
কুড়ি বছর পরে বনলতা সেন ৪৪১১১ বার ১ টি
বনলতা সেন বনলতা সেন ১০৯৩৭৯ বার ৩ টি
সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় ঝরা পালক ৩৮৭৫৪ বার ১ টি
ওগো দরদিয়া ঝরা পালক ৪৯৬৯ বার ০ টি
সেদিন এ ধরণীর ঝরা পালক ৮১১৬ বার ০ টি
স্মৃতি ঝরা পালক ১৪০৩৩ বার ০ টি
যে কামনা নিয়ে ঝরা পালক ১১৭১৯ বার ০ টি
দক্ষিণা ঝরা পালক ৫২৬৫ বার ০ টি
চাঁদিনীতে ঝরা পালক ৩৫২৩৬ বার ০ টি
মরুবালু ঝরা পালক ৩৯৬২ বার ০ টি
পিরামিড ঝরা পালক ৭৮২১ বার ০ টি
মিশর ঝরা পালক ৫৪২১ বার ০ টি
শ্মশান ঝরা পালক ৭০৪৯ বার ০ টি
ডাহুকী ঝরা পালক ৫৩৫৫ বার ০ টি
পতিতা ঝরা পালক ৯৪৮০ বার ০ টি
নিখিল আমার ভাই ঝরা পালক ৪৪২৩ বার ০ টি
হিন্দু-মুসলমান ঝরা পালক ১৮৬৫৬ বার ৩ টি
বিবেকানন্দ ঝরা পালক ৮০৫৭ বার ০ টি
দেশবন্ধু ঝরা পালক ৭৭৩৭ বার ০ টি
সিন্ধু ঝরা পালক ৭১৩৯ বার ০ টি
কবি ঝরা পালক ৭৯৬১ বার ০ টি
ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল ঝরা পালক ৭৮৩৯ বার ১ টি
ছায়া-প্রিয়া ঝরা পালক ৯৫৩৫ বার ০ টি
অস্তচাঁদে ঝরা পালক ৮৫৪৮ বার ০ টি
আলেয়া ঝরা পালক ৫৬২২ বার ০ টি
একদিন খুঁজেছিনু যারে- ঝরা পালক ৩৩০৭০ বার ০ টি
চলছি উধাও ঝরা পালক ৭৩০২ বার ০ টি
সাগর বলাকা ঝরা পালক ১৬৪২০ বার ০ টি
বনের চাতক–মনের চাতক ঝরা পালক ৮৩৭৫ বার ০ টি
নাবিক ঝরা পালক ৭২৩৫ বার ০ টি
বেদিয়া ঝরা পালক ৫৩৬৮ বার ০ টি
জীবন-মরণ দুয়ারে আমার ঝরা পালক ৮১৯৫ বার ০ টি
মরীচিকার পিছে ঝরা পালক ৯৫৩১ বার ০ টি
কিশোরের প্রতি ঝরা পালক ৪৩৩৮ বার ০ টি
নব নবীনের লাগি ঝরা পালক ৭৪৮৭ বার ০ টি
নীলিমা ঝরা পালক ৮৭৯৭ বার ০ টি
আমি কবি,–সেই কবি ঝরা পালক ৪৫২২ বার ০ টি
স্বপ্নের হাত ধূসর পান্ডুলিপি ৯০৫৫ বার ০ টি
মৃত্যুর আগে ধূসর পান্ডুলিপি ২৩১৫১ বার ০ টি
শকুন ধূসর পান্ডুলিপি ৪৭৮০ বার ০ টি
পাখিরা ধূসর পান্ডুলিপি ১২১৭৪ বার ০ টি
পিপাসার গান ধূসর পান্ডুলিপি ৯২২৬ বার ০ টি
প্রেম ধূসর পান্ডুলিপি ৫৯৪৮৯ বার ২ টি
১৩৩৩ ধূসর পান্ডুলিপি ৪২১৬৮ বার ০ টি
জীবন ধূসর পান্ডুলিপি ৪৭৯৭২ বার ০ টি
ক্যাম্পে ধূসর পান্ডুলিপি ৮৪৯৬ বার ০ টি
অবসরের গান ধূসর পান্ডুলিপি ১৩১৬৯ বার ০ টি
বোধ ধূসর পান্ডুলিপি ৫৭২৩০ বার ১ টি
পরস্পর ধূসর পান্ডুলিপি ১৮৬৬৪ বার ০ টি
অনেক আকাশ ধূসর পান্ডুলিপি ৪৮৫৯৩ বার ০ টি
কয়েকটি লাইন ধূসর পান্ডুলিপি ২৪০৭৭ বার ০ টি
সহজ ধূসর পান্ডুলিপি ১৪৭১৯ বার ০ টি
কার্তিক মাঠের চাঁদ (মাঠের গল্প) ধূসর পান্ডুলিপি ৭৮২৮ বার ০ টি
পঁচিশ বছর পরে (মাঠের গল্প) ধূসর পান্ডুলিপি ৩১৩২৬ বার ১ টি
পেঁচা (মাঠের গল্প) ধূসর পান্ডুলিপি ১১৫৭০ বার ০ টি
মেঠো চাঁদ (মাঠের গল্প) ধূসর পান্ডুলিপি ৭৫১০ বার ১ টি
নির্জন স্বাক্ষর ধূসর পান্ডুলিপি ৩৯০২৫ বার ০ টি
সূর্য নক্ষত্র নারী - ৩ বেলা অবেলা কালবেলা ১৪০৬২ বার ০ টি
সূর্য নক্ষত্র নারী - ২ বেলা অবেলা কালবেলা ৭৮২০ বার ০ টি
সূর্য নক্ষত্র নারী - ১ বেলা অবেলা কালবেলা ১০৬১৯ বার ০ টি
সময়-সেতু-পথে বেলা অবেলা কালবেলা ৮১২৪ বার ০ টি
যতিহীন বেলা অবেলা কালবেলা ৩৯৩২ বার ০ টি
তোমাকে বেলা অবেলা কালবেলা ১৩১৬২ বার ০ টি
আমাকে একটি কথা দাও বেলা অবেলা কালবেলা ১০৩৯৫ বার ১ টি
লোকেন বোসের জর্নাল শ্রেষ্ঠ কবিতা ৭০৪২ বার ০ টি
সে সংকলিত (জীবনানন্দ দাশ) ১৮০২৩ বার ০ টি
তোমায় আমি সংকলিত (জীবনানন্দ দাশ) ২৭৯৮৬ বার ০ টি
একটি নক্ষত্র আসে সংকলিত (জীবনানন্দ দাশ) ১১৪২৭ বার ০ টি
অন্য প্রেমিককে সংকলিত (জীবনানন্দ দাশ) ৮১৫৮ বার ০ টি
অন্য এক প্রেমিককে সংকলিত (জীবনানন্দ দাশ) ১১৩৭০ বার ০ টি
অদ্ভুত আঁধার এক সংকলিত (জীবনানন্দ দাশ) ৪৮৫০৬ বার ১ টি
স্বপ্ন মহাপৃথিবী ১০৮০৫ বার ১ টি
স্থবির যৌবন মহাপৃথিবী ১০১৭৬ বার ০ টি
সূর্যসাগরতীরে মহাপৃথিবী ২৭৮৮ বার ০ টি
সিন্ধুসারস মহাপৃথিবী ৬৮৭৭ বার ০ টি
শ্রবণরাত মহাপৃথিবী ৭০০৪ বার ০ টি
শহর মহাপৃথিবী ৭৮৫১ বার ২ টি
শব মহাপৃথিবী ৩৪২২ বার ০ টি
মুহূর্ত মহাপৃথিবী ৮২১৪ বার ১ টি
বলিল অশ্বত্থ সেই মহাপৃথিবী ৩৩৯০ বার ০ টি
ফুটপাথে মহাপৃথিবী ৭৫১৪ বার ০ টি
ফিরে এসো মহাপৃথিবী ১১২৪৯ বার ২ টি
ইহাদেরই কানে মহাপৃথিবী ৬০৫৪ বার ০ টি
আদিম দেবতারা মহাপৃথিবী ৯৪৮৮ বার ০ টি
আট বছর আগে একদিন মহাপৃথিবী ১০২১২৪ বার ৪ টি
আজকের এক মুহূর্ত মহাপৃথিবী ৮৩৩৮ বার ০ টি
সপ্তক সাতটি তারার তিমির ৭২৮০ বার ০ টি
আকাশলীনা সাতটি তারার তিমির ৩৯৮৩৯ বার ১ টি