শরত গেলে হেমন্ত এলে
- অরুণ কারফা

শরত গেলে হেমন্ত এলে

- অরুন কারফা
শরত গেলে হেমন্ত এলে
পাতারা ঝরে যাওয়ায় কালে
গায় দলে দলে সকলে ধরা গলে;
আবার নব লয়ে বসন্তকে পেয়ে
নবকিশলয়ই লাফিয়ে ওঠে ধেয়ে
সাক্ষী হয় শীত সেতু বেঁধে দিয়ে।

এ যেন হংস জোড়ার পুনর্মিলনে
হৃদয় ভোলে গত ক্ষত বিক্ষত দিনে
জাগ্রত হয় আবার আশা ধীরে ক্ষীণে ;
চিত্ত তখন ক্ষণে ক্ষণে চায় রাস্তা পানে
দেখতে ইচ্ছে হয় কেমনে হাঁটছে দুজনে
যাতে বন্ধুর হৃদয়ও ভরে যায় গোপনে।

আশা করে শীত এই যে কাছে আসা
যেন মেটাতে পারে সব প্রত্যাশা
বৈশাখী ঝাপটা দিলে পড়েও বাধা;
পথ বদলিয়ে রাস্তাখানা ঘুরিয়ে
ঠেলে না নিয়ে যায় এত দূরে সরিয়ে
যেমন চৌরাস্তার মোরে হয় গিয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।