উত্তরণ
- রবিউল ইসলাম রাতুল
এ হাসির দিবায় আজ—
রাত্রি ঝিমঝিম,আঁধার নেমেছে ধরায়,
সন্ধানী তবু আলোর খোঁজে—
মত্ত হয়ে ডুব,অজানা মোহ মায়ায়।
হায়!বুঝিনি অতীত বাণী—
এহেন রসে মজেছি,ভুলেছি-ভুলছি সবে,
নব্য আঘাতে অজাগ্রত এ মন—
তাই আফসোসের মন অগ্নি গেছে নিভে।
কলমের খোঁচা আর খাতা ছিদ্র—
কালির অনাটনে প্রহর খতমের পথে,
অন্তঃশক্তি রেখেছে কাঁধে হাত,
অশ্রু কালি হয়ে দিবে সঙ্গ সাফল্য রথে।
"ছোট ভুল?" ভাবাই বড় ভুল—
এইতো আমি-আমারই ভুলের দাস,
সবার মত হতে গিয়েছিলাম,
আর গ্রহণ করেছি,স্বব্যক্তিত্বের সর্বনাশ।
এখন কর্ম,নিজেকে খোঁজা—
হোঁচট খেয়েও,যেতে হবে স্বয়ে গভীর,
হয়তো দিনশেষে হবো আমি—
নজরুলের বিদ্রোহী কবিতার সে বীর।
হারিয়ে যাওয়া নদীর মাঝে—
যোদ্ধা আমি,সাঁতরাবো আটকানো নীরে,
সর্বশক্তি বৃথা যাবে না আর,
সুখ নিঃশ্বাস ফেলে উঠবো আবার তীরে।
১৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।