শিক্ষাই যুদ্ধজয়ী তলোয়ার
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শিক্ষাই যুদ্ধজয়ী তলোয়ার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************************
শিক্ষা আলো, অন্ধকার চিরে,
মন-মাঝে জাগে শক্তি, জ্ঞানের মিরে।
শব্দের ক্ষুরে, জ্ঞানের তরোয়ালে,
অজ্ঞান অন্ধকার ভেঙে যায় খালে।
কলম হাতে, শিখা জ্বলে,
অজ্ঞানীর প্রাচীরও চূর্ণে ভেঙে ফেলে।
পাঠশালার ধ্বনি শোনায় গান,
শিষ্য হয়ে ওঠে জয়ের প্রমাণ।
বন্দুক নয়, হাতে কলম ছুরি,
সাহস জাগে, ভয় নয়, শুধু দুর্বার দূরী।
শিক্ষাই যুদ্ধজয়ী তলোয়ার,
সত্যের পথে অমর মহার।
জ্ঞান ছড়ায়, অজ্ঞান চলে,
পৃথিবী আলোয় ভরে, শান্তির দেশে।
যার হাতে শিক্ষা, তার জয় নিশ্চিত,
শত্রু হয় দুর্বল, জ্ঞান হয় চির অম্লানিত।
----------------------------------------
১৯-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।