জলপরী
- মোঃ নাসির উদ্দীন
নদীর ঘাটে পড়ন্ত রোদে, যখন দেখিলাম তারে,
কলসী কাঁখে দাঁড়িয়ে ছিল মেঘনার কিনারে।
ঢেউয়ের তালে নূপুর বাজে, রূপের ঝিলিক হাসে,
মনে হলো এক জলপরী আজ উইঠাছে কূলে ঘাসে।
তার চোখের ওই কাজল কালো, মায়া মাখানো দিঠি,
অন্তর আমার হইলো পাগল, হারালো সব তিথি।
পলকহীন চাহিয়া রইলাম, থমকে গেল অবসর,
বুকের ভেতর ভালোবাসার বইছে কেবল ঝড়।
শান্ত নদী উত্তাল আজ আমার মনের টানে,
সবটুকু প্রেম সঁপে দিলাম ওই রূপসীর চরণে।
বাঁধ ভেঙেছে ধৈর্য্যরে আজ, মন মানে না মানা,
তার হাসিতেই খুঁজে পেলাম মোর স্বপ্নের ঠিকানা।
০৯-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।