অবহেলার বিবর্তন
- মোঃ নাসির উদ্দীন
ছোট্ট চারাটি যখন জন্মালো ধরণীর বুকে,
সবাই জল দিল তারে, রাখলো পরম সুখে।
ডালপালা মেলতেই সবাই হাসলো খুশি মনে,
আদরের ছোঁয়া পেল সে প্রতিটি ক্ষণে ক্ষণে।
কিন্তু সময় যখন তারে দিলো বিশাল ডালপালা,
শুরু হলো তার ওপর সব আঘাত আর অবহেলা।
ছায়া তো সবাই খোঁজে, কিন্তু কেউ তো ভালোবাসে না,
কুঠার হাতে আসে সবাই, মায়া তো আর জাগে না।
"বেশি বেড়েছে ওটা"— এই বলে তারে কাটার আয়োজন,
ভুলে যায় সবাই সেই পুরোনো দিনের প্রয়োজন।
ঠিক তেমনি সেই ছোট্ট শিশুটি— ঘরের যে মানিক,
সবার কোলে কোলে ফেরে, হাসে অনিমেষ অনিমেষ দিক।
আদরে আদরে তারে মানুষ করে যে আপনজন,
বড় হলে সেই মানুষটিই হয়ে যায় আজব ভাজন।
ছোটবেলার সেই ভুলগুলো যখন ছিল খুব মিষ্টি,
বড় হলে সেটুকুতেই পড়ে শাসকের কড়া দৃষ্টি।
সবাই তখন ব্যস্ত তাকে ছেঁটে ছোট করতে,
ভুলে যায় সেই মমতা, ব্যস্ত শুধু ভুল ধরতে।
এ কেমন আজব খেলা তোমার, হে বিধাতা!
আদরে শুরু যার, শেষে তার অবহেলারই খাতা।
গাছ হোক বা মানুষ— যখন সে মাথা তুলে দাঁড়ায়,
পৃথিবী তখন ভালোবেসে নয়, কাটার অস্ত্র বাড়ায়।
১০-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।