এসেছি আবার
- মাহাবুব আলম - বর্ষা নূপুর
আমি আজ তোর চোখের সামনে
তোর কীর্তন ঠোটের কাছে,
আমার ঠোট;বোবা ঠোট ।
তোর বিশাল বুকে আমি,
শুধু আমি আজ হুমড়ি খেয়ে পড়ে আছি ।
তোর মধুর রসে আমি
আমার পিপাসার অন্ত ঘটাবো ।
তোর নীলে স্বার্থপরের মত
আপন আকাশ রাঙ্গিয়ে নেবো ।
জেনেছি আমি,শুনেছি তোর কথা
সকল পাতায়, সকল ইতিহাসে
তোর পৃষ্ঠা মাতানো অম্লান কাহিনী ।
তাই আমি এসেছি;
বুক বেধেছি তোর প্লাবনের সাথে ।
আমি উন্মাদ হয়েছি,উদাস হয়েছি আজ
তোর হৃদয়ে যত শব্দ
আমি সবই ছিনিয়ে নেবো,
শূন্য হয়ে, ক্লান্ত হয়ে বিছিয়ে রবি তুই ।
তোর দোলাতে চিত্ত আমার
ভরবো যত পারি;
নিয়েই যাবো জোড় করে হউক
তোর গভীর তলের,
মুক্ত পালের তরী ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।