আমারই বাংলাদেশে
- আমানত উল্লাহ সোহান
মনের মাঝে ছবি আকেঁ
মন ছুটে যায় নদীর বাঁকে
পাখি ডাকে ডালের ফাঁকে
কোন সে দেশে?
বিলে-ঝিলে শাপলা ফোটে
নদীর বুকে নৌকা ছোটে
মিষ্টি হাসি খুকুর ঠোঁটে
কোন সে দেশে?
বাগান জুড়ে ফুলের মেলা
নীল গগণে পাখির খেলা
সকাল-সন্ধ্যা সুখের বেলা
আমারই বাংলাদেশে ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।