বুড়ো দাদু
- আমানত উল্লাহ সোহান
দাদুর চুলে পাক ধরেছে
মানতে বুড়ো নারাজ,
এদিক ওদিক একটু হলে
আগলে ঘরের দারাজ ।
টাক্কু বলে খোকা-খুকি
টাক্কু দাদা বলে,
এসব শুনে বুড়ো দাদুর
হিংসে আগুন জ্বলে ।
দুদিন পরে চুলে কালি
দুদিন পরে গোঁফে,
কবির ভাবে দাড়ান তিনি
উত্তরের ঐ রোফে ।
দাদুর এসব কান্ড দেখে
মুচকি মুচকি হাসি,
আমার সাথে তাল মিলিয়ে
দাদুও দেয় কাশি ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।