শৈশবের বৈশাখ
- আমানত উল্লাহ সোহান
আকাশ ডাকলো বিদুৎ চমকালো
বইলো ঝড়-বাতাস,
বৃষ্টি নামলো আম পড়লো
আসলে বেসে সুবাস ।
আম কুড়াতে গেলাম আমি
দমকা হাওয়া এলো,
হলুদ রঙের আম গুলো ভাই
অমনি পড়ে গেলো ।
উত্তাল হাওয়া উঠলো বেড়ে
উঠলো হৃদয় কেঁপে,
সাহস নিয়ে দিচ্চিযে দৌড়
আসছে বৃষ্টি ঝেঁপে ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।