প্রেমের গেম
- আমানত উল্লাহ সোহান

আলালের দুলালি
কেন্ মোরে ভূলালি
মিছে মিছে কেনো দিলি প্রেম?
লুট করে সব কিছু
ফুট করে কার পিছু
খেলে গেলি সাজানো এ গেম!

ওগো জান ময়না
কতো যে বায়না
রোজ রোজ কেনো দিতি আজ বল?
হাত ধরে মার্কেটে
কিংবা সে পার্কেতে
ঘুরা ঘুরি ছিলো সবি ছল!

প্রাণটাতো দিলি না
মনটাতো নিলি না
চেটে পুটে করে দিলি শেষ,
মোর বুকে সলতে
হাতেতে খলতে
অন্যের ঘরে তুই আছিস তো বেশ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।