মিছিলের এই নগরে
- শাওন সারথি
নেমে এসো প্রিয়তমা
কম্বলের উষ্ণ আলিঙ্গন ছেড়ে
এই উতপ্ত রাজপথে
আর হাত ধরে কণ্ঠে মেলাও মিছিলের সুর।
বক্ষ উজাড় করে রেখেছি
কবিতাকে ছুটি দিয়ে
গদ্যময় পৃথিবীর রাজপথে।
আরেকটিবার নেমে এসো প্রিয়তমা
দৃষ্টির ক্ষিপ্ততায়
আর চেয়ে দেখো মানুষের ক্রন্দন জলের ধারায়
কি করে রক্তপিপাসু শাসকের বীভৎস ছবি আঁকে?
রক্তস্নাত রাজপথের ধারায় কি করে উৎসবে মাতে
ক্ষমতালোভী শাসকেরা?
নেমে এসো প্রিয়তমা
আর আমার একলা পথের যাত্রী হও
মিছিলের এই নগরে।
শ্লোগানে কণ্ঠ মিলাও
আর অধিকার আদায়ের ইশারায়
মুঠবদ্ধ উদ্ধত বাহু প্রসারিত কর
এই মিছিলের সাথে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।