আঁধারে আর্তনাদ
- শাওন সারথি
প্রিয় কবিতারা বিদায় নিয়েছিল গত রাত্রে
প্রাজ্ঞ আঁধারের গা ঘেঁষে!
ঝাউয়ের শাখার ভাঁজে ভাঁজে যে
অন্ধকার লুকায়িত থাকে
তাতে জমাট বাধে নোনতা জল।
এমন দোলায়মান মেঘের ফাঁক গলে
যখন অনিবার্য জল ঝরে,
তখন ঘুম নেমে আসে অন্ধকার বিদীর্ণ করে!
তখন অস্থিরতায় হাঁসফাঁস হই আর
ভারী চাঁদরের তলায় গুটিসুটি হই।
আকাশের পরে আকাশ আর
মেঘের পরে মেঘেরা খেলা করে,
ধমনীর এই বিশুদ্ধ রক্ত জানে
কতটা উন্মাদ হই স্বপ্ন ঘোরে
শূন্য কবিতা বিহনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।