কেবল কেন আমি আমি
- আজাদ বঙ্গবাসী

এত তাড়া কেন আমার

আহামরি উৎযাপনের কেন এত ঘোর

চোখে চোখে  থেকে যাক শুধু এই ছবিটি 

ছুয়ে অনন্ত ভোর ।

রঙের প্রতিটি আচড়ে শব্দের প্রতিটি জোড়ায় 

কেন একটি নামেরই উচ্ছাস!

পৃথিবীর সব ভূখন্ড আর রসদ পাওয়ার লোভে

বাহুতে বাহুতে এতো ঝঙ্কার 

এতো অভিনয় কেন আমার ? 


ভাঙে নোনের উল্লাস

ভাঙে ধর্মালয়,  কালের কষাঘাত ভাঙে সময়

আর ভাঙে এই আমি ধ্বনির আদি অন্তের ভ্রম । 


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০২-২০১৫ ২৩:৩৪ মিঃ

fine