অধরা স্বপ্ন
- অনির্বাণ মিত্র চৌধুরী

তুমি হলে ভোরের আলো,
আমি হই শিশির
তুমি হলে গোধূলি মায়া,
আমি হই তিমির।
তুমি হলে শুভ্র কাশফুল,
হই ঘোর বরষা
তুমি হলে নতুন কুঁড়ি,
শীত হই সহসা।

তুমি হলে প্রেমের কবিতা,
আমি বিরহের ধুন
অপরাধী হলে আমি,
তুমি হও কানুন।
তুমি হলে রংধনু রঙ
আমি মেঘের আঁচড়
তুমি হলে বেলাভুমি
আমি হই ধুলিঝড়।

তুমি হলে সবুজ মায়া,
আমি বিরান ভূমি
ঝলসি আমি প্রখর রৌদ্রে
শীতল ছায়ায় তুমি।
তুমি হলে সূর্যমুখী ফুল,
আমি হই সন্ধ্যাতারা
তুমি হলে উত্তাল ঢেউ,
আমি নাবিক দিশেহারা।

অধরা স্বপ্ন তুমি,
তোমার মায়ায় মগ্ন আমি
এ জীবনে আর হল না তোমায় ছোঁয়া।
আলেয়ার আলো তুমি,
পথভোলা পথিক আমি
এ জীবনে আর হল না তোমায় পাওয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।