রোজনামচা
- অনির্বাণ মিত্র চৌধুরী

কেউ যে মগ্ন প্রেমে,
কেউবা ভিডিও গেম-এ,
কেউ উড়ছে হাওয়ায়,
কেউবা যাচ্ছে নেমে।

কেউ ওড়ায় স্বপ্নঘুড়ি,
কারো স্বপ্ন যায় চুরি,
কারো চিন্তা– বাড়ছে ভুঁড়ি,
কারো ধান্ধা জোচ্চুরি।

দেখো, গল্প লিখছে কবি,
গায়ক আঁকছে ছবি,
কবিতা লিখছে পাগল–
চাইছে হতে "রবি"।

কেউ মত্ত হয়েছে নেশায়
সব হারানো ভালবাসায়,
কারো শরীরে পাপের দাগ
কী করে সে দাগ মোছায়?

কেউ ছুটছে দেখো রোজ,
কেউ হচ্ছে আড়ালে নিখোঁজ,
কেউ করছে কাকে প্রপোজ,
ভাঙছে মন হররোজ।

কারো মসৃণ জীবন গতি,
কেউ টানছে অকালে ইতি,
কেউ ভাবছে নীরব বসে
জীবনের লাভ-ক্ষতি।

কেউ ব্যস্ত সমাজসেবায়,
কেউ বেশ তো কারোর ছায়ায়,
কারো দুয়ার হয়েছে রুদ্ধ
মন মজেছে কারো মায়ায়।

দেখো, হচ্ছে অদল বদল,
কেউ ভাঙছে পুরনো আদল,
দলে দলে তবুও কোন্দল
বিভাজন হয়েছে সম্বল।

যতোই যা-ই হোক,
যতো কিছুই ঘটুক,
আছি আমি স্থাণুর মত থেমে
যেভাবে রেখে গিয়েছিলে অবলীলায়, অপ্রেমে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।