নিষিদ্ধ পুরুষ
- আজাদ বঙ্গবাসী
অতগুলো চোখের ভিড়ে অন্ধকার বেঁধে
কি নিপুন ছুরিই না চালালে যৌবতী !
আমার তখন মরণের ডাক বাইরে দাঁড়িয়ে
আরোও একটি প্রেমের বুক উসখুস করছে
গরম জলের অপেক্ষায়।
নৈশ্বের নগরে নিষিদ্ধ পুরুষ তবুও
দুচারটে ডালপালা ভাঙলে হাত
ধরে কাঁদে কবুলের শাড়ি,
সংসারে কঠিন রসায়ন করে বায়না,
এ চন্দ্রগ্রস্থে দেখাকেই হবে তার মানষ
পর্ব ।
এখানে ওখানে বেবচ্ছেদ করে অন্য ঘরের
অন্য স্বর।
দিনের গোপন তারার মত করেই
মনান্দরে মরে
মরণের সর্বনাশ, ইচ্ছের সব নটবর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।