সব দেশ আমার
- আজাদ বঙ্গবাসী

এক সূর্য পাঠের পৃথিবী আমার,
আমাকে কেন বেঁধে রাখতে চাও ভৌগলিক
সীমায়
সব দেশ আমার আমি সব দেশের
কাটাতাঁর ভেঙে আলো বাতাস যেমন
ঘুড়ে বেড়ায় মাঠ-প্রান্তর সবখানে
আমারো চাই এমন একটি মানষ স্বাধীনতা
আমার খাবার পৌছে যাক সবার ঘরে
ধনীর স্টক থেকে আমার পেটও হোক শান্ত
পৃথিবীর মানচিত্র
থেকে সীমা রেখা তুলে দিয়ে
একই সমতলে ছড়ে যাক- ফসলের সমতা
সুখ ও দুঃখের সমতা- মানুষের সমতা।’


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।