রঙের এ কোন বাড়ই
- আজাদ বঙ্গবাসী
জলের জৌলুসে জ্বলছে যে জল
কি নাম দেবো তার? বস্ত্রাধীন
আদি মোহ?
কারিগর ! রঙের এ কোন বাড়ই?
নাগরি বাহানায় নাচবে কি চর্যাতে ওই?
এই তো চোখ, ক্ষুধার নেশা কাতর, এ
কি ভ্রম?
নাকি গোপন খুনের মত স্বৈরজলসা ?
রক্তে বারুদ জাগে, মোহ তরু -
কোন দিন তোর সোহাগপুরে
উন্মাদ অশ্বের ধ্বনি ফুরাবে ?
সেই দিন তোর জমিনের আইলে
পথ চিনবে এই ব্যার্থ আগুলের গান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।