প্রেমিকের আগমনে
- আজাদ বঙ্গবাসী

তোমাদের বাড়ির সিঁড়ি আর
দরজাকে বলে রেখো
তারা য্যানো শত উৎসুকতায়
পেতে রাখে বুক
মেঘে মেঘে দিও বলে বৃষ্টিতে য্যানো
না ভিজে রাস্তা
প্রখর সূর্য তাপ ভালোবাসার কোমলতায়
বিছায় তার দিন
দুঃখ ভুলে চাঁদ হাসে ভরা পূর্ণিমায়
সরকার কিংবা বিরোধীদলকে দিও বলে
তারা না দেয় যেন কোন রাজনৈতিক
কর্মসূচি
পুলিশ র্যাবকে কাছাকাছি থেকেই
দিতে বলো টহল
অসভ্য কাকেরা যখন তখন
না দেয় যেন ডাক
গরম খাবার ঢেখে রেখে বারবার
আয়নায় দেখেনিও মুখ যত কাজ থাক
সাজগোজ সামান্যটিও না যেন হয় নষ্ট,
সর্বাঙ্গে সুখের বাগ
দক্ষিণা হাওয়াদের খানিকটা বসে
শুনাতে বলো বিমুগ্ধতার গান
কাজের লোকদের ছুটি দিয়ে বলো,
আমি যতদিন থাকব ওদের অবসান…
তারপর কেবলি প্রতিক্ষার প্রহর জুড়ি
বোবা ভাষার খুনসুটি
এই বুঝি অমোঘ স্পর্শতা বাহুর বন্ধন বেয়ে
নিয়ে যাচ্ছে বহুদূরে ছুটি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।