স্বপ্নের হাটে মূল্য ছাড় !
- আজাদ বঙ্গবাসী

আসুন দেখুন কিনে নিন
স্বপ্নের হাটে প্রতিদিন
সব চেয়ে বেশি মূল্য ছাড়
শুকনো নদীর ক্ষুধার মত
বৃদ্ধা নটির আহার
ভিক্ষেরর ছলে আতুর মিসকিন
যানজটে হকার ভিনভিন
এসব বিক্রি সংখ্যা গুনে
ধর্ম পুরুষ ধরছে ঘুণে
দানবাক্সের যতটাকা
বিদেশ ফেরত জীবন ফাঁকা
বিক্রি হবে সস্তা দরে
কালো টাকা সাদা করে
কে আছে ভাই বস্তা ভরে
এসব নিবেন সস্তা দরে
মঙ্গা ক্ষরা অতি বৃষ্টি
সিড়র নারগিস আইলা সৃষ্টি
দেখে নিন বেঝে নিন
যত আছে এনজিও ঋণ
ত্রাণ চুরি আর দুর্নীতি
আরো আছে লোড সিডিং
বেশি বেশি খদ্দের চাই
ঘুষের দুলা পুলিশ ভাই
বসুনধরা দরবার হলে
দেশের যত রসাতলে
কেজি দরে গ্রেনেড বোমা
ধর্ষণ এসিড মামলা ক্ষমা
আসুন দেখুন কিনে নিন
পানির দরে নিয়ে নিন
যত লাশ হরতালে
মোবাইল টিভি সংবাদের
লাজ হরণের সংস্কৃতি, আর -
একাত্তরের রাজাকার
ফুরিয়ে গেলে পাবেন না আর
যদি থাকেন কিনতে রাজি
সংসদের ওই চাপা বাজি
ভোটের দরে কিনে নিন
মিথ্যুক নেতা চিনে নিন
একেবারে ফ্রি নিন
মানুষ মারা রাজনীতি, আর-
গণতন্ত্র লাগাম হীন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-০২-২০১৫ ১৯:২৮ মিঃ

nice