গহীনের পুরুষ
- আজাদ বঙ্গবাসী
নগদ রোদের স্বাদপিঠা সুখগত হলে
মেলেনা শূন্যের সুরভিত বাগান
আছে মানুষের আগমন আছে প্রস্থান
মলাট বদ্ধ কাঁদে সেই মহাপুরুষের
অর্পিত গান।
জাগরণের মার্চপাস্ট ডাকে
দেয়াল ভেঙ্গে, খুলে দাও-
অন্তরের চোখ কিংবা পুরুষি কান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।