সাধু বলে
- আজাদ বঙ্গবাসী
বিশ্বাসের ভেড়া সরল সরমে ইবলিশ হলে,
যৈবতীর অন্ধরে জেগে উঠে কেয়ামতের
গান।
পৃথিবীর আদি ভুল শরীর ধরে
দিলে টান, সাধু বলে
এইবার আমার প্রস্থান।
আবারও মানুষ আবারও বাগান
সত্যের পায়ে কোঠার দিয়ে কেউ
ডেকে আনে, হাবিয়ার উত্থান।
শাসিত মন ভীত চোখ
মাখে ফেরদৌসী লোবান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।