সংসারি মরণে
- আজাদ বঙ্গবাসী
ফেলে যাওয়া কঙ্কালের আনন্দ
ফের ঘুমটা দিলে নাচে সমুদ্র স্নান |
গ্রন্থিক সীমিত বাক্য সংসারি মরণে
পাহারা দেয় জীবনের ভালোবাসা |গহীনের নির্ঘুম পুরুষ শোনো,
আলোকের ভেতর ডুপ সাঁতার দিলেই
মানুষে বাড়ে মানুষ |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।