প্রেমে পড়লাম
- আজাদ বঙ্গবাসী

আমি প্রেমে পড়লাম- তোমার

অহর নিশি তোমার কথাই 
শুধু পড়ে মনে-
বউ বাচ্চা সবই ত আছেঘরে  

তবুও কাঁদে মন নির্জনে।

করি অনুভব স্বপন জাগরণে
মন চায় দেখা করি 
আমরা দু'জন, একিনে-

পাড়িনা ভুলতে একটি ক্ষণ
তুমি বিহনে
হৃদয় উঠলে জ্বালা
অদৃশ্য পায়ে তোমার 
কাঁদি জল গহীনে।

অর্থ যশ খ্যাতি যুবতী
লাগেনা কিছুই ভালো
দেহের সবখানে বাজে গান
কবে দেখা হবে বল!
আরধ্য আরধনায় জাগে প্রেমের পাল্লা
তোমাকেই চাই শুধু 
'লাইলাহা ইল্ লাল্ লাহ্
মোহাম্মাদুর রসূলুল্ লাহ্!'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।