বর্ণখেলা
- আজাদ বঙ্গবাসী

বর্ণখেলা বর্ণখেলা কে কে খেলবি আয়
হঠাৎ দেখে,  বলবে লোকে,  কোন পাখিরা গায়? 
আয়রে তোরা ছুটে আয়, সবছেলেরা জুটে আয়
খাতায় খাতায় মনের পাতায় খেলবি আজি বর্ণখেলা
সকাল রাঙা বিকেল চাঙা করিসনে ভাই হেলা।

আয়রে তোরা ছুটে আয় সবমেয়েরা জুটে আয় 
বর্ণখেলা বর্ণখেলা কে কে খেলবি আয়
আ-কার বসে ডানে, আর এ-কার বসে বায়
আয়রে তোরা দোলে আয় বর্ণ কানন ফুলের গায়
কুঁড়িকুঁড়ি স্বর্ণকুঁড়ি বর্ন পুরিকায়
ঙ- কে ব্যাঙের নৌকা,  চড়ে পাঠশালায়। 


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।