আড়ি
- আজাদ বঙ্গবাসী
আয় রে চাঁদ নেমে আয়
আয় রে দোলে দোলে
খলখলিয়ে হাসব দু'জন
মায়ের কোলে কোলে ।
মায়ের হাতে দুধের বাটি
রাখবো কিন্তু তুলে?
দুষ্টমিতে পাঁকা যে তুই
মেঘ পেয়ে যাস ভুলে ।
আড়ি আড়ি তোর সাথে
আমার ভীষণ আড়ি
তুই যে হঠাৎ আমায় ফেলে
কোথায় যাস ছাড়ি?
তোর সাথে খেলব না
একটি কথাও বলব না
কিনেছি নতুন শাড়ি
কালকে আমার পুতুল বিয়ে
যাবে শ্বশুর বাড়ি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।