ডিজিটালের টাল
- আমানত উল্লাহ সোহান

গেছে কারেন্ট পাইছিরে টের
ডিজিটালের টাল ,
ডিজিটালের এই ক্ষণেতে
হইছি বেশামাল ॥

হায় ডিজাটাল হায় ডিজাটাল
ডিজাটালের কান্ড ,
ডিজিটালেল এই জমানায়
সব শালারা ভন্ড ॥

লাজ শরমের খাইছি মাথা
খাইছি মাথা খাইছে ,
কেলেংকারি দিয়ে যাতা
ডিজিটাল গীত গাইছে ॥

পুষবি কতো কালো বিড়াল
সময়তো আর নাইরে ,
কেলেংকারী করবি আড়াল
হায় ডিজিটাল হায়রে ॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।