চোর বেটা
- আমানত উল্লাহ সোহান

চোর বেটা চুরি করে
কাটে ঘরে সিঁধ ,
টের পেয়ে মালি বেটা
কেটে গেলো নিদ ॥

চুরি করে ব্যাগ ভরে
ভরে সোনা-দানা ,
ব্যাগ ভরে মন ভরে
নেই কোন মানা ॥


চুরি করে যেতে পথে
খেয়ে গেলো ধরা ,
কিল-ঘুশি খেয়ে পড়ে
হয়ে গেলো মরা ॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।