ওগে প্রিয়ে
- আমানত উল্লাহ সোহান
ওগো প্রিয়ে,
তোমার কথা পড়ছে মনে
পড়ছে মনে খুব,
তোমার কথা ভাবতে গিয়ে
ভাবনাতে দেই ডুব ॥
নিশুত রাতে স্বপন দেশে
দাও ললাটে চুম,
তোমার অধর পরশ পেয়ে
আসুক চোখে ঘুম ॥
ওগো প্রিয়ে,
এমন আশায় আর কতো গো
বাধঁবো মিছে ঘর,
আশায় আশায় হলেম আমি
ধুঁ ধুঁ বালি চর ।
আজকে আমি হাসতে গিয়ে
ঝড়ছে আখিঁ জল,
কোথায় পাবো সুখের পরশ
বলনা আমায় বল ।?
ওগো প্রিয়ে,
আজকে আমি দূরের পথিক
হলেম যাযাবর,
তোমায় আমি খুজতে গিয়ে
হলেম আজি পর ॥
তবু তুমি যাওগো প্রিয়ে
পাওগো পরম সুখ,
তোমা সুখের পরশনে
যাক মুছে যাক দুখ ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।