সেই যে ছবির ঢাক
- আমানত উল্লাহ সোহান
সেই যে ছবির ডাক -
ওগো মরণ ত্রিশূলে আজি গেছো তুমি
আমি ভাবি আর ভাবি ,থাকি ছবি চুমি
আরো কাঁদি আর ভাবি পাখি থাকো ঘুমি
হোক গো মরণ
সুখের বরন ।
সেই যে ছবির ডাক-
তুমি গেছো বলে আজি ডাকে পিছু ডাকে
ছবি তোরে কোথা রাখি ? মহাকালে বাঁকে?
নাকি স্মৃতির জালের মহা ঘূর্ণি ফাঁকে?
পাখি মম পাখি
কোথা তোমা রাখি? ।
সেই যে ছবির ডাক -
এতো কাল সুখ স্মৃতি গোলো ভেসে গেলো
হয়তো নব পথিক আজি প্রাতে এলো
আমি কাঁদি ছবি কাঁদে সুখ মুছে গেলো
যাক মুছে যাক
থাক সুখে থাক ॥
সেই যে ছবির ডাক -
ছবি ডাকে শুধু ডাকে আর শুধু হাসে
হাসি নাকি সুখে হাসে ,হাসে ভালোবেসে
নাহি চাই সেই হাসি যদি যাই ফেঁসে ?
থাকো সুখে থাকো
এই দোয়া রেখো ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।