তুমি হাসো
- আমানত উল্লাহ সোহান
"তুমি হাসো মোর সখী হাসো মায়া হাসো
উতাল করিয়া মন,
তুমি হাসো মোর সখী উতাল করিয়া মন
মায়া কাষ্ণন বন ।
তুমি হাসো মোর সখী হাসো
মোরে শুধু ভালোবাসো
ওগো মোর প্রেয়সী
বলো তোমা ভালোবাসি ॥
তুমি হাসো মোর সখী হাসো মায়া হাসি
বাঁজিয়ে কাঁকন জোড়া ,
যদি তুমি নাহি হাসো ,নাহি হাসো ওগো
মঝু বুক বিষ পোড়া ।
তুমি হাসো যদি ক্ষণ কাল
মঝু কাছে মহা কাল
ওগো মোর প্রেয়সী
বলো তোমা ভালোবাসি ॥
তুমি হাসো মোর সখী হাসো মায়া হাসি
নাড়িয়ে নাসিকা ফূল,
যদি নাহি হাসো , তবে তুমি কাঁদো
যদি হয় মহা ভূল ।
তুমি হাসো যদি হাসো পাখিঁ
আরো হাসে দুটি আঁখি
ওগো মোর প্রেয়সী
বলো তোমা ভালোবাসি ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।