বউয়ের জ্বালা
- আমানত উল্লাহ সোহান
সাধ করিয়া করছি বিয়া
মধুমালা সুন্দরী,
বউয়ের পরে দেখিরে ভাই
বউয়ের নামে বান্দরী ।
দু-দিন পর পার্কে যাবে
দু-দিন পর মার্কেটে,
এদিক ওদিক একটু হলে
মারবে নাকি হাড়কেটে ।
ঘরে জ্বালা বাইরে জ্বালা
কোন খানেতে যামুরে ,
কোথায় আমি গেলেরে ভাই
এই জ্বালা মাপ পামুরে ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।