ঈদের চাঁদ
- আমানত উল্লাহ সোহান

আচ্ছা তুমি বলো আমায়
চাঁদটি কেন বাঁকা ,
এই চাঁদেতে কেন আবার
সপ্ন খুশি আঁকা ॥

বাঁশ ঝাড়ের ঐ মাথায় কেন
ঐ চাঁদটি উঠে,
তা-ই দেখে খোকা খুকু
কেন পিছু ছুটে ॥

ও এই চাঁদটি দেখে কেন
ভাগ্ঙে খুশির ডেরা ,
ও ঈদের চাঁদ তাইতো ওগো
এতো খুশির ঘেরা ॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।