সোনার কাঠি
- আমানত উল্লাহ সোহান
সোনার কাঠি বাংলা আমার
সবুজ সোনার ছায়া,
মোহনীয় রূপের খেলায়
মনে লাগে মায়া ॥
নদীর গানে ফুলের গানে
ব্যাকুল আমার প্রাণ,
ইচ্ছে করে পাখির গানে
আমিও গাই গান ॥
দুরের মাঠে ,ব্যাকুল সুরে
রাখাল বাঁশি বাজায়,
নদীর বুকে স্রোতের খেলা
সপ্ন খেয়া সাজায় ..॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।