লক্ষী মা
- আমানত উল্লাহ সোহান
আজকে শুধুই লক্ষী মায়ের
পড়ছে কথা মনে,
মা যে আমার সবুজ টিয়ে
আমার হরিৎ বনে ॥
নয় তুলনা মায়ের সাথে
নয় তুলনা কারো,
হোক না সে যে আপনরে ভাই
হোক না আপন আরো ॥
মনের মাঝে প্রদীপ শিখায়
মা-ই আমার আলো,
তাইতো আমি লক্ষী মাকে
এতোই বাসি ভালো ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।