ঈদের খুশি
- আমানত উল্লাহ সোহান
এলো ঈদ
গেলো নিদ
এলো খুশির ঝিলিক,
মনের ঘাটে
ঝগড়া বাটে
হাজার খুশির হিরিক ।
ছুটবো আমি
ছুটবে তুমি
কতো খুশির গল্প,
পরীর দেশে
যাবো হেসে
আঁকবো হাজার কল্প ।
সুখের নদী
নিরবধী
বাইবো সুখের খেয়া,
দুখের চুলে
দেব ভূলে
সবুজ রঙের কেয়া ।
টানবো বুকে
পরম সুখে
ধনী গরীব সবি,
তাদের তরে
পরাণ ভরে
লিখে হবো কবি ॥
ঈদের নামায
দুখের সমাজ
নেই ভেদাভেদ কোনো,
দুখ ভূলিতে
রং তুলিতে
সুখের হাসি বুনো ॥
ঈদের সালাম
হাজার সালাম
সবার সুখের তরে,
ঈদের খুশি
পরাণ পুশি
থাকুক পরাণ ভরে ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।