তোমরা শিশু
- ইউসুফ হাফিজ

তোমরা শিশু তোমরা কিশোর
তোমরা নবফুল
তোমরা নতুন তোমরা কুড়ি
নেই তোমাদের ভুল

তোমরা আঁধার তোমরা আলো
তোমরা আগাম কবি
তোমরা আকাশ তোমরা বাতাস
তোমরা পূবের রবি

তোমরা সঠিক তোমরা বেঠিক
তোমরা যখন সব
তোমরা জানো তোমরা মানো
কে তোমাদের রব

তোমরা লেখো তোমরা পড়
তোমরা মানুষ হবে
তোমরা নয়ন তোমরা মনি
ধরার বুকে রবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।