কোনো এক ভালোবাসা দিবসে
- অনির্বাণ মিত্র চৌধুরী

কোনো এক ভালোবাসা দিবসে তোমার সাথে দেখা হবে আমার
একগুচ্ছ গোলাপ হাতে আসবে তুমি
তোমার দু'চোখ জুড়ে প্রতিক্ষার উষ্ণ অভ্যর্থনা
আমার অপেক্ষায় অধীর থাকবে।
তোমার চাতক চোখ খুঁজবে আমায় এদিক সেদিক
একসময় ক্লান্ত হয়ে স্থির হবে গোলাপে।
তারপর আমি আসবো,
স্বভাবসিদ্ধ উসকোখুসকো চুলে,
তিন-চারদিনের ঘামেভেজা টিশার্ট চাপিয়ে
হন্তদন্ত হয়ে।
কিছু অভিমানী মুহূর্ত শেষে
তুমি হাসবে সেই হাসি,
যে হাসিতে আমি অনুরাগের ছোঁয়া পাবো।
তারপর খুনসুটি
কার ভালোবাসা কতো খাঁটি
কে ঠিক, কে ভুল, কতো অনুযোগ —
আমি হেরে যাবো জেনেও
হারতে চাইবো না যেন;
তোমাকে রাগানোর নেশায় বুঁদ হবো।
হঠাৎ তোমার গোলাপের কথা মনে পড়বে,
মনে পড়বে আমার খালি হাতে আসার কথা।
অভিমান করে তুমি চলে যেতে চাইবে;
অথচ তুমি জানতেও পারবে না, কোন এক ভালোবাসা দিবসে
আমি এই আমার আমি-কেই তুলে দিতে চেয়েছি তোমার হাতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।