এমনও গর্জনে সঘন বরষনে
- অরুণ কারফা

এমনও গর্জনে সঘন বরষনে
আমি যখন ব্যস্ত স্বপনে করষনে
চোখ বুজে শুধু ভাবি একটাই কথা
যেমন করে সহসা এসেছিল সীতা
তেমনি যদি আসে প্রেমিকা দরশনে।

মাধবী না পেলে দেব করবী বকুল
অতুল না হলেও দেব কদম্ব ফুল
কাটাতে প্রণয়ের চিরন্তন সমস্যা
সাস্বত ভালবাসার মেটাতে পিপাসা
কমাতে অপেক্ষারত আকাঙ্ক্ষা ব্যাকুল।

প্লাবন যদি নামে অসাধারণ রেগে
রাবনও আসবে নেমে বিদ্যুৎ বেগে
চারিদিক তখন যদিও নিরজন
স্বপন কি থাকবে তখন সে স্বপন
নাকি ভেঙ্গে যাবে আমি উঠলেই জেগে।

প্রশ্ন উঠবে আমারও সততা নিয়ে
যা হয় বাস্তবায়িত করতে গিয়ে
পেতে সেই যেমন আকাংক্ষিত ফসল
আদর্শচ্যূত ও বঞ্চিত জনের দল
থেকেও বল পিছিয়ে যায় বাধা পেয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।